ভোক্তা অধিদপ্তরের ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: যাত্রা শুরু করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বৃহস্পতিবার সকালে অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন।

ভোক্তা-অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম প্রচার করা হবে এই সামাজিক মাধ্যমে।

সারাদেশে ভোক্তা অধিদপ্তরের অভিযানের সকল ভিডিও এই ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে বলে জানান ডিজি।

ভোক্তা অধিদপ্তরের ডিজি বলেন, ‘ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছি। লিফলেট বিতরণ, পোস্টার, ব্যানার, সরাসরি বিভিন্ন সেমিনার করা হয়েছে। তবে জনগণকে সরাসরি সম্পৃক্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা গুরুত্ব দিতে চাই। দেশের সকল মানুষের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক এবং ইউটিউব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এছাড়া আমাদের ওয়েবসাইটও রয়েছে। যেগুলোর মাধ্যমে সরাসরি একজন ভোক্তা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন।

ভোক্তা অধিদপ্তরের নতুন ইউটিউব চ্যানেল: Vokta odhikar-DNCRP

-আরইউ