ভোক্তাকণ্ঠ ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ, রি-এজেন্ট ও প্রেগন্যান্সি টেস্টের কিট রাখার অপরাধে দুই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সরারচর বাজার সংলগ্ন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সরারচর বাজার সংলগ্ন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও প্রেগন্যান্সি টেস্টের কিট রাখার অপরাধে সাইক মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মেডিকেয়ার হেলথ সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে ভোক্তা-অধিদপ্তরের এমন অভিযান চলমান থাকবে বলেও জানান হৃদয় রঞ্জন বণিক।
সে সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আমীর খসরু ও উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের একটি তদারকি টিম।