ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজবাড়ীতে ভোক্তা অধিদপ্তরের নিয়মিত অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার ও মোড়কজাতকরণ সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে প্রতিপালন না করা এবং প্রতিশ্রুত ঔষধ পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে মেসার্স একলাবু ফার্মেসীকে দুই হাজার ও রেজা ফার্মেসীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক কাজি রকিবুল হাসান। জনস্বার্থে ভবিষ্যতেও এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সবাইকে সতর্ক করেন।