ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজশাহীতে ট্যাগ মুছে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে তিন ইলেকট্রনিক্সের দোকানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, মোড়কে লেখা দামের চেয়ে অতিরিক্ত মূল্যে রিচার্জেবল ফ্যান বিক্রির অপরাধে নগরীর সিএনবি মোড় এলাকার একটি দোকানকে ২০ হাজার টাকা ও শেভ করার ট্রিমারের ট্যাগ মুছে বেশি দামে বিক্রির অপরাধে নগরীর আলুপট্টি এলাকার আরেকটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নগরীর রেলগেট এলাকার এমআর ইলেকট্রনিক্স রিচার্জেবল ফ্যানের মূল্য মুছে বেশি দামে বিক্রির অপরাধে তাদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, মূল্য মুছে রিচার্জেবল ফ্যানের দাম চার হাজার ৭৯০ ও শেভ করার ট্রিমারের দুই হাজার টাকা লেখা হয়েছে। কিন্তু পূর্বের মূল্য তারা বলতে পারছেন না।