ভোক্তাকণ্ঠ ডেস্ক: নাটোরের লালপুরে পৃথক অভিযান চালিয়ে ২৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দের ঘটনায় দুই ব্যবসায়ীকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর ভ্রাম্যমাণ আদালতে ওই জরিমানা করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যাব সদস্যদের সহযোগিতায় শনিবার দিনব্যাপী ওই অভিযান পরিচালনা করা হয়। সে সময় লালপুর উপজেলার মহরকয়া বিলমারিয়া বাজারে মহসিন গুড় ভাণ্ডার থেকে ১২ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়। খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অপরাধে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এরপর উপজেলার দিলালপুর, ওয়ালিয়া এলাকার সাহাবুল গুড় ভাণ্ডার থেকে ১১ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়। সে সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে একই অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ওই দুই প্রতিষ্ঠান থেকে ৪৫ কেজি ফিটকিরি, ২০ কেজি চুন, তিন কেজি ফেব্রিক কালার ও এক কেজি হাইড্রোজ জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।