নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ওয়ান পয়েন্ট ও তাহাসিন ফ্যাশন নামে দুটি প্রতিষ্ঠানকে মোট চার হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার উপজেলার বাসুদেবপুর বাজারে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর।
তদারকি অভিযানে বিদেশি প্রসাধনীর মোড়কে আমদানিকারকের স্টিকার না থাকায় তথা যথাযথ প্রক্রিয়ায় পণ্যমোড়ক ব্যবহার না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ওই দুটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
অভিযানে তার সঙ্গে ছিলেন নাটোর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. রইস উদ্দিন সরকার।
অভিযানে নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করেন।