ভোক্তাকণ্ঠ ডেস্ক: হোয়াটসঅ্যাপে মিসড কল অ্যালার্ট পাবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘ডু নট ডিসটার্ব’-এ রয়েছে আরও সব সুবিধা। যে কোনদিনই এই ফিচার দেখা যাবে হোয়াটসঅ্যাপে।
বর্তমানে এই ফিচার আসছে ২.২২.২৪.১৭ বেটা আপডেট ভার্সনের জন্য়। ডু নট ডিসটার্ব ফিচারেই পাওয়া যাবে মিসড কল অ্যালার্টের সুবিধা।
অনেক সময় অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন আসে। সে ক্ষেত্রে ফোনটি না ধরলে তা মিসড কল অ্যালার্টে থেকে যায়। কিন্তু ফিচারটি চালু হলে ‘সাইলেন্সড বাই ডু নট ডিসটার্ব’ অপশনটি সিলেক্ট করতে হবে। এটি টার্ন অন থাকলেই অচেনা নম্বরের মিসড কল সম্পর্কে সব তথ্যই জানতে পারবেন ব্যবহারকারী।
এছাড়াও আরও বেশ কয়েকটি ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। যেমন- হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সনের জন্য আসতে চলেছে নতুন সিকিউরিটি ফিচার। যা মূলত হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সনের নিরাপত্তা আরও জোরদার করবে।
সূত্র: হিন্দুস্থান টাইমস।
-এমএ