করোনার সংক্রমন যত বাড়ছে সাধারণ মানুষের মধ্যে মাক্স ব্যবহারের অনিহাও যেন ততই বেড়ে চলছে। মাক্স ব্যবহার নিয়ে প্রতিনিয়তই চলছে সরকারের বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা তবুও অনেক মানুষ আছে যারা এখনও মাক্স ব্যবহার নিয়ে সচেতন না। ঘর থেকে বের হচ্ছে মাক্স ছাড়া।
DBC 24/7 news এর সূত্র মতে শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে তেমন কাউকেই মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। এদিকে স্বাস্থ্যবিধি মেনে এবারের বইমেলা আয়োজন করা হলেও অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি।
এছাড়া করোনা সংক্রমন বাড়ায় করোনা পরীক্ষাকেন্দ্রেও বাড়ছে ভিড়। তাছাড়া গত ২৪ ঘন্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ৮ হাজার ৬শ’ ৪২ জনের। মোট শনাক্ত ৫ লাখ ৬৬ হাজার ৮শ’ ৩৮ জন। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৬শ’ ১৮জন। মোট সুস্থ ৫ লাখ ১৯ হাজার ১শ’ ৪১ জন।
নমুনা পরীক্ষা বিবেচনায় গেল ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক শূন্য চার শতাংশ। সরকারের পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া সত্ত্বেও সাধারণ মানুষকে সচেতন করা যাচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে করোনা সংক্রমন কমানো সম্ভব হবে না বলে ধারণা করা হচ্ছে।