ভোক্তাকণ্ঠ ডেস্ক: পরিশোধিত এবং আমদানি/ক্রয় করা ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের পুনর্নির্ধারিত দাম কার্যকর হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টায় কার্যকর হয় বাড়তি এ দাম। এসময় থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে নতুন দামে জ্বালানি তেল বিক্রি হতে দেখা গেছে।
রাজধানীর বিভিন্নন পাম্পে নতুন দামে জ্বালানি বিক্রি হতে দেখা গেছে। সেখানে তেল নিতে আসা বাইকর হাসিব বলেন, প্রতিটি ফিলিং স্টেশনে অন্তত সাত দিনের জ্বালানি তেল মজুত থাকে। কিন্তু তারা রাত ১২টা পার হওয়ার সঙ্গে সঙ্গেই সরকারের নির্ধারিত দামে বিক্রি শুরু করে দিয়েছে।
শুক্রবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য ভোক্তা পর্যায়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য লিটারপ্রতি ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, লিটারপ্রতি অকটেন