ভোক্তাকণ্ঠ ডেস্ক: মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
সোমবার গ্রামীণফোনকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
টেলিকম অপারেটরটির হেড অব কমিউনিকেশন খায়রুল বাসার এ তথ্য জানান।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘সিম বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নোটিশ আমরা পেয়েছি।’
‘গ্রামীণফোনের সেবার মান খারাপ’ এমন অভিযোগ তুলে বিটিআরসি গত বছরের ২৯ জুন গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়।