অনিয়ন্ত্রিত বৈদ্যুতিক সামগ্ৰীর বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

মোঃ আহসান উল হক তুহিন: আজ ১৯ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর নবাবগঞ্জ বাজার ও নিউ মার্কেটে অবস্থিত ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে তদারকি অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মো: জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন ও মোহাম্মদ আরিফ মিয়া।

এ তদারকি অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়।

সম্প্রতি তাপমাত্রা বৃদ্ধি ও গরমের তীব্রতা বেশি হওয়ায় কৃত্রিম সংকট তৈরি করে এসব পণ্যের দাম বৃদ্ধি করা, ক্রেতাকে পাকা রসিদ না দেয়া এবং যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ না করা সহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘন করার অপরাধে এম কে ইলেকট্রনিক্সকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, একই অপরাধে ওহিদ স্টোরকে ৩,০০০/- (তিন হাজার) টাকা, নূর ইলেকট্রনিক্সকে ৩,০০০/- (তিন হাজার) টাকা এবং রাজু স্টোরকে ৪,০০০/- (চার হাজার) টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও মাইকিং, লিফলেট ও পাম্পলেট বিলির মাধ্যমে সম্মানিত ব্যবসায়ী এবং ভোক্তাবৃন্দকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে অবহিত ও সচেতন করা হয়।

এ তদারকি অভিযান পরিচালনায় সহায়তা করেন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুরের সাধারণ সম্পাদক জনাব মোঃ আহসান উল হক তুহিন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম।

জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।