ভোক্তাকণ্ঠ ডেস্ক: এবার ভিডিও মেসেজের সুবিধা নিয়ে এলো বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অনেক আগেই ভয়েস মেসেজের সুবিধা যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। এছাড়াও ভয়েস স্ট্যাটাস দেওয়ারও সুযোগ আছে।
৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও শেয়ার করা যাবে। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সংস্থা ব্যবহারকারীদের সুবিধার জন্য প্রায়ই নতুন ফিচার লঞ্চ করে। এবার আইওএস ভার্সনে চালু হচ্ছে নতুন ফিচার। তবে টেলিগ্রামে অনেক দিন আগেই এসেছে এই ভিডিও নোট শেয়ার করার ফিচার।
আপাতত হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের আইওএস ব্যবহারকারীদের জন্য নতুন এই ভিডিও মেসেজ শেয়ারিং ফিচার নিয়ে কাজকর্ম করছে। আইফোন ব্যবহারকারীরা নিজেদের কনট্যাক্ট লিস্টে থাকা শর্ট ভিডিও মেসেজ পাঠাতে পারবেন।
ওয়েবিটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ সংস্থা এই নতুন ভিডিও মেসেজ ফিচার নিয়ে শেষ পর্যায়ের কাজকর্ম চালাচ্ছে। এই ফিচারের সাহায্যে খুব সহজেই ভিডিও মেসেজ পাঠানো যাবে। চ্যাট বক্সের মাইক আইকনে ক্লিক করে যেভাবে অ্যান্ড্রয়েড ভার্সনে হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠানো হয়, এখানেও বিষয়টা তেমনই। তবে এখানে ক্যামেরা বাটনে ক্লিক করে এই শর্ট ভিডিও পাঠানো যাবে।
সূত্র: ইন্ডিয়া টুডে।