মোঃ আহসান উল হক তুহিন: দেশব্যাপী ব্রয়লার মুরগি ও ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে অভিযানের অংশ হিসেবে রংপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা ও বিভাগীয় কার্যালয়।
বৃহস্পতিবার সকালে রংপুরের বাহারকাছনা, রামগোবিন্দ, সাতমাথা, সিটি বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।
অভিযানে বেশ কয়েকটি পোল্ট্রি শিল্পের খামারে গিয়ে দেখা যায়, রংপুর পোল্ট্রি এসোসিয়েশন ঢাকার তেজগাঁওয়ের বরাত দিয়ে খামারীদের মোবাইল ম্যাসেজের মাধ্যমে মূল্য নির্ধারণ করে দিচ্ছে। স্থানীয় খামারীদের এ বিষয়ে কোন স্বাধীনতা নেই, এমনকি পাকা রশীদও নেই। সেখানে মেয়াদোত্তীর্ণ গ্ৰোথ হরমোনসহ ওই শিল্পে ব্যবহার অনুপযোগী বিপুল পরিমাণ ইকোস্পিরিন ট্যাবলেট পাওয়া যায়।
সিটি বাজার এলাকায় অভিযান চলাকালে পাইকারি দোকানে এক হালিতে ৪০ টাকা পর্যন্ত মূল্য তালিকা প্রদর্শন করা অবস্থায় পাওয়া যায়। কিন্তু পাকা রশীদ সেখানেও পাওয়া যায়নি।
অভিযানে খুচরা ও পাইকারিসহ মোট ছয়টি প্রতিষ্ঠানকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়
অভিযানে সহায়তা করে ক্যাব রংপুর ও পোল্ট্রি এসোসিয়েশন।