মোঃ রিদোয়ান নুর রহমান: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে বেঙ্গল গ্রুপের একটি প্রতিষ্ঠান বেঙ্গল কিং মশার কয়েল ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয় ৷
রোববার বিকেলে হারাগাছের মধ্য গফুর টারি এলাকায় অবস্থিত ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন ৷
অভিযানে কয়েল ফ্যাক্টরিতে পরিবেশ অধিদপ্তর, বিএসটিআইসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, ঘনবসতি এলাকায় পরিবেশের ক্ষতি, বিএসটিআই’র সনদ না থাকার পরও বিএসটিআই’র লোগো ব্যবহার, কেমিষ্টবিহীন কয়েল উৎপাদনসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ লংঘনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
অভিযান চলাকালীন প্রতিষ্ঠানটির সত্বাধীকারি মো. সেলিম বেঙ্গল সেখানে উপস্থিত ছিলেন৷