মোঃ আহসান উল হক তুহিন: ২০১৭ সালের মেয়াদোত্তীর্ণ কোয়ালিটি সল্ট লবনের প্যাকেটে নতুন করে ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মেয়াদোত্তীর্ণের তারিখ বসিয়ে বিভিন্ন দোকানীর কাছে বিক্রি করে আসছিল রংপুর নগরীর মাহিগঞ্জ থানাধীন কলাবাড়ি এলাকার মেসার্স জিহাদ ট্রেডার্স।
গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় প্রথমে একই থানার অন্তর্গত নব্দীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আঙ্গুর ট্রেডার্সে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।
এ কারণে ভোক্তা-অধিকার আইনের ৫১ ধারায় ওই প্রতিষ্ঠানের মো. আঙ্গুর মিয়াকে চার হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক আফসানা পারভীন। পরে ওই প্রতিষ্ঠানের মালিককে সঙ্গে নিয়ে এই ঘটনার মূলহোতা কলাবাড়ি এলাকার মেসার্স জিহাদ ট্রেডর্সের মালিক মো. নুরুন্নবীকে একই একই ধারায় ১২ হাজার টাকা জরিমানা করেন তিনি। এ সময় দুটি প্রতিষ্ঠানে প্রাপ্ত প্রায় দুই বস্তা কোয়ালিটি সল্টের মেয়াদোত্তীর্ণ লবণ জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযানে সহায়তা করে ক্যাব রংপুর, নব্দীগঞ্জ ব্যবসায়ী সমিতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মেট্রোপলিটন পুলিশ মাহিগঞ্জ থানা।
অভিযান শেষে সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, এ ধরনের নীতি নৈতিকতাহীন কাজ সকলের পরিহার করা উচিৎ।