মোঃ আহসান উল হক তুহিন: রংপুরের রেলওয়ে বাজারে অবস্থিত ‘সামসাদ হোটেল’ এ অভিযান চালিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।
ওই হোটেলে নিষিদ্ধ রং, সাল্টুর ব্যবহার, কাঁচা মাছ-মাংসের সঙ্গে মেরিমেড করা খাবার ফ্রিজে মজুদ করে রাখা এবং বাসি খাবার সংরক্ষণ করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা-অধিকার আইনের ৪২ ধারায় নগদ পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
এ সময় ক্যাব রংপুর অভিযানে সহায়তা করে। সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল আরপিএমপি’র কোতয়ালী থানা।
এদিকে, একই দিনে দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ‘কুসুম ফুড প্রডাক্টস’ এবং ‘আহমেদ এন্ড সন্স’ নামক দুটি প্রতিষ্ঠানে নকল ও নিম্নমানের চিপস ও পাপর তৈরির অপরাধে ভোক্তা-অধিকার আইনের ৪২ ও ৪৩ ধারায় নগদ ৩৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সৈয়দ সহকারী সচিব) মো. আজহারুল ইসলাম।
এ সময় তাকে সহায়তা করেন ওই দপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও গবেষণা সহকারী মো. জাকারিয়া হোসেন।
অভিযানের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা।