মোঃ আহসান উল হক তুহিন: রংপুরে জনপ্রিয় ফুডস ও স্পার্কি ইলেকট্রনিক্সে তদারকি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে নগরীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. আজহারুল ইসলাম।
সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন এবং ক্যাব রংপুরের সদস্যবৃন্দ।
এ সময় জনপ্রিয় ফুডসে প্রচুর পরিমাণে নিষিদ্ধ লাল রঙের ব্যবহার পরিলক্ষিত হয়। এছাড়াও বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থের উপস্থিতি দেখা যায়, যা বুন্দিয়া, লাড্ডুসহ বিভিন্ন প্রকার খাদ্যে ব্যবহৃত হচ্ছিল। এসবের ব্যবহার ক্রেতার স্বাস্থ্যের জন্য হানিকারক এবং ভোক্তা আইনের সুস্পষ্ট লংঘন হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঁচ হাজার টাকা জরিমানা করেন মো. আজহারুল ইসলাম।
একই সময়ে অপর প্রতিষ্ঠানটি তদারকি করে তেমন কোন অপরাধ না পাওয়ায় প্রতিষ্ঠানের মালিককে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।
পরে বেশ কিছু ক্ষতিগ্ৰস্ত কৃষকের (আলু চাষী) অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্তে তদারকি দল তাজহাট থানাধীন নগর মিরগঞ্জে সরাসরি অভিযোগের স্থানে উপস্থিত হয়ে সকল বিষয় তদন্ত করে।
পরে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ গ্ৰহণের মাধ্যমে তা নিষ্পত্তির আশ্বাস দেন উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. আজহারুল ইসলাম।