ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ভোক্তা অধিদপ্তরের নিয়মিত অভিযানে আজ (সোমবার) রংপুর নগরীর মাহিগঞ্জে তদারকি অভিযান চালানো হয়। এসময় একটি পিকআপ ভ্যানে করে নগরীর বিভিন্ন বাজারে বিক্রয় করা বিএসটিআই সনদ বহির্ভূত টয়লেট ক্লিনার, লিকুইড হ্যান্ড ওয়াশ,ম্যাজিক বার,ম্যাজিক ডিশ ওয়াশ সহ নানা ধরনের মানহীন ও নিম্নমানের ভেজাল পণ্য আটক করা হয়।
পণ্য প্যাকেজিং’এর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এবং ভেজাল পণ্য হিসেবে স্বীকার করায় সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৪৩ ধারায় ৬ হাজার ও ৪ হাজার করে মোট দশ হাজার টাকা আর্থিক জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন।
এ সময় তাকে সহায়তা করেন ক্যাব রংপুরের জেলা প্রতিনিধি।