ভোক্তাকণ্ঠ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার উপজেলার ভানুগাছ বাজারে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
অভিযানে আইসক্রিম তৈরিতে নিম্নমানের রং, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতসহ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযান চলাকালে কিছু ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। জনস্বার্থে ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি ও অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।