মোঃ দেওয়ান মিয়া: হবিগঞ্জে ইট ভাটা মালিক সমিতির সঙ্গে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় ইটের সাইজ এবং পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। ইটের সাইজ আগামী ১৫ দিনের মধ্যে বিএসটিআই পরিমাপ অনুযায়ী তৈরী করার জন্য বলা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
এছাড়াও, পরিবেশ রক্ষায় সকল ইট ভাটা মালিককে সজাগ থাকতে বলা হয়। ইট ভাটা মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক ইসরাত জাহান।
জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও ক্যাবের জেলা সভাপতি মো. দেওয়ান মিয়া।
জেলা প্রশাসক শিশুশ্রম বন্ধের নির্দেশ দিয়ে কাঠ পোড়ানো বন্ধের আহ্বান জানান।