ভোক্তাকণ্ঠ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয়ী অভিযানে চট্টগ্রামে ৩৮টি মামলায় এক লাখ ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান ১০ মামলায় মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। তিনি লালখান বাজারের বাটা হাইওয়ে সু স্টোরকে তিন হাজার টাকা, স্টাইলিশ কালেকশনকে দুই হাজার টাকা, ইত্যাদি স্টোরকে এক হাজার টাকা, মীর অপটিকস অ্যান্ড লন্ড্রিকে দুই হাজার টাকা, ট্রাস্ট টেকনোলজিকে এক হাজার টাকা, জিইজি মোড়ের জেন্টল পার্ককে পাঁচ হাজার টাকা, ভিআইপি অপটিকসকে এক হাজার টাকা, আই ফেয়ারকে এক হাজার টাকা, জিরামসিকোকে তিন হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস সাত মামলায় মোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। তিনি কিচেন এশিয়া পাঁচ হাজার টাকা, ওয়েল ফুডকে দুই হাজার টাকা, জান অপটিকসকে দুই হাজার টাকা, অ্যাপোলো ১১ লিমিটেডকে পাঁচ হাজার টাকা, ডেক্সি বাড়িকে পাঁচ হাজার টাকা, সুলতানস ডাইনকে ১০ হাজার টাকা, দাউদ ডাইনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ১১ মামলায় মোট ৫১ হাজার টাকা জরিমানা আদায় করেন। তিনি বারকোড রেস্টুরেন্টে ১০ হাজার টাকা, মেজ্জান হাইলে আইয়ুনকে আট হাজার টাকা, বেস্ট বাইককে পাঁচ হাজার টাকা, সি মারমেইড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, ফুড মার্কেটকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করেন।