মোঃ আহসান উল হক তুহিন: রংপুরে নিউ পিওর লাচ্ছা সেমাই কারখানায় নোংরা পরিবেশে নিষিদ্ধ রং দিয়ে পায়ের সাহায্যে তৈরি হচ্ছিল লাচ্ছা সেমাই। মঙ্গলবার দুপুরে নগরীর নাছনিয়া এলাকার আমবাড়িতে অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আজাহারুল ইসলাম (সিনিয়র সহকারী সচিব)। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও ক্যাব রংপুরের জেলা প্রতিনিধি।
এছাড়াও, বিএসটিআই সনদ বহির্ভূত ভাবে প্যাকেটে বিএসটিআই লোগো ব্যবহার করে তা বাজারজাত করে আসছিল। এ কারণে অধিদপ্তরের উপ-পরিচালক ওই প্রতিষ্ঠানের মালিক মো. খোকনকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২, ৪৩ ধারায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে প্রতিষ্ঠানে প্রাপ্ত সকল লাচ্ছা সেমাই ধ্বংস করেন।
এর আগে নগরীর কোতোয়ালী মেট্রোপলিটন থানার অন্তর্গত পায়রা চত্বর এলাকায় অবস্থিত গোল্ডেন বেকারিতে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান খাদ্যে ব্যবহারের অপরাধে বেকারি মালিক সমিতির সভাপতির উপস্থিতে নগদ তিন হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক রংপুরে নিউ পিওর লাচ্ছা সেমাই কারখানায় নোংরা পরিবেশে নিষিদ্ধ রং দিয়ে পায়ের সাহায্যে তৈরি হচ্ছিল লাচ্ছা সেমাই।
মঙ্গলবার দুপুরে নগরীর নাছনিয়া এলাকার আমবাড়িতে অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়।
এতে নেতৃত্ব দেন উপ-পরিচালক মো. আজাহারুল ইসলাম (সিনিয়র সহকারী সচিব)। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও ক্যাব রংপুরের জেলা প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও বিএসটিআই সনদ বহির্ভূত ভাবে প্যাকেটে বিএসটিআই লোগো ব্যবহার করে তা বাজারজাত করে আসছিল। এ কারণে অধিদপ্তরের উপ-পরিচালক ওই প্রতিষ্ঠানের মালিক মো. খোকনকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২, ৪৩ ধারায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে প্রতিষ্ঠানে প্রাপ্ত সকল লাচ্ছা সেমাই ধ্বংস করেন।
এর আগে নগরীর কোতোয়ালী মেট্রোপলিটন থানার অন্তর্গত পায়রা চত্বর এলাকায় অবস্থিত গোল্ডেন বেকারিতে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান খাদ্যে ব্যবহারের অপরাধে বেকারি মালিক সমিতির সভাপতির উপস্থিতে নগদ তিন হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।