মোঃ আহসান উল হক তুহিন: রংপুরে জাহাজ কোম্পানি মোড় এলাকায় অবস্থিত বাটা জুতার শোরুমে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুর ২টার দিকে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আজাহারুল ইসলাম (সিনিয়র সহকারী সচিব)।
সেখানে পুরোনো জুতার উপর নতুন মূল্যের ট্যাগ বসিয়ে বিক্রি করার অপরাধে ভোক্তা-অধিকার আইনের ৪৫ ধারায় বাটা জুতার শোরুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর পার্শ্ববর্তী এপেক্স জুতার শোরুমে তদারকিকালে সেখানে বেশ কিছু মোজায় অনিয়ম পাওয়া গেলেও সংশোধনী আনার প্রতিশ্রুতিতে সেখানে জরিমানা করা হয়নি।
পরে বেতপট্টি এলাকায় অবস্থিত কারুপণ্য শোরুমে তদারকি চলাকালে বিভিন্ন পণ্য- যেমন কসমেটিক্স, জামা, প্যান্ট, পাঞ্জাবিসহ বিভিন্ন জিনিস বিদেশ এবং দেশ থেকে সংগ্রহ করে অধিক মূল্যের নিজস্ব ট্যাগ বসিয়ে বিক্রি করে আসছিল। তার মধ্যে আমানত শাহ লুঙ্গিতে অধিক মাত্রায় অনিয়ম পরিলক্ষিত হলে সেখানে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করে ক্যাব রংপুর জেলা ও মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ।