ভোক্তাকণ্ঠ ডেস্ক: প্রায় তিন মাস পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে খনির নতুন ফেজ ১৩০৬ নম্বর থেকে কয়লা উত্তোলনের উদ্বোধন করেন।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার জানান, খনির ১৩১০ নম্বর ফেজের কয়লার মজুদ শেষ হওয়ায় গত ০১ মে থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়।
এ সময় কয়লা খনির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।