ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে পাঁচলাইশের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে অভিযান পরিচালনা করা হয়।
অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এ তথ্য জানান।
তিনি বলেন, শেভরনে আমরা বেশকিছু মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পেয়েছি। এই রিএজেন্টগুলো তারা পরীক্ষায় ব্যবহার করছে বিষয়টি আমাদের কাছে প্রমাণিত হয়েছে।
প্রথমে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের বিষয়টি অস্বীকার করে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেছিলেন, তাদের এখানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট আছে, কিন্তু তা ব্যবহার করা হচ্ছে না। তবে আমাদের অভিযান চলাকালে দেখা গেছে তাদের মেশিনের ভেতরে রিএজেন্ট আছে, সেগুলো মেয়াদোত্তীর্ণ।
এসব রিএজেন্ট দিয়ে হেপাটাইটিস সি ও ক্যান্সার পরীক্ষা করা হতো। এগুলো দিয়ে পরীক্ষা করলে তো ফল উল্টে যাবে। তাই প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।