ভোক্তাকণ্ঠ ডেস্ক: শেরপুরে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে ফ্রিজে মজুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে এক রেস্তোরাঁ মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকার আলভি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ।
তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণের দায়ে রেস্তোরাঁ মালিক মো. রফিককে (৩০) জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।