ভোক্তাকণ্ঠ ডেস্ক: পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই কৃষি জমির মাটির ইট তৈরি এবং পোড়াতে কাঠ ব্যবহার করার অপরাধে চট্টগ্রামের বাঁশখালীতে এমভিএম ব্রিকস নামের এক ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাহারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এমভিএম ব্রিকসটি কৃষি জমির মাটি ব্যবহার করে ইট বানাচ্ছিল। পাশাপাশি ইট পোড়াতে কাঠ ব্যবহার করে ইটভাটাটি।
এছাড়া তাদের পরিবেশ অধিদফতরের কোনো ছাড়পত্র ছিল না। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া তাদের একটি স্ক্যাভেটর জব্দ করা হয়েছে।