ভোক্তাকণ্ঠ ডেস্ক: প্রতিকেজি সিদ্ধ চাল ৩৫ টাকা এবং চিনি ৬০ টাকা দরে বিক্রি করছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রমজান সামনে রেখে ভোগ্যপণ্য বিক্রির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। বুধবার (২২ মার্চ) সকালে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
এসময় চেম্বারের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান টুটুল, মো. ইফতেখার ফয়সাল, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম ফাহিম উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, করোনা পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য সরবরাহে সাপ্লাই চেইন বিঘ্নিত হয়েছে। ফলে বিভিন্ন দেশে দেখা দিয়েছে খাদ্য সংকট। কিন্তু প্রধানমন্ত্রীর দূরদর্শী প্রচেষ্টায় খাদ্য সরবরাহ নিশ্চিত রাখার জন্য আন্তর্জাতিক সংকটের মধ্যেও এলসি খোলার অনুমতি দিয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ চেইন স্বাভাবিক রয়েছে। আসন্ন রমজানকে সামনে রেখে চিটাগাং চেম্বারের ঐতিহ্য হিসেবে প্রতিবারের মতো এবারও ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হচ্ছে। চলমান মূল্যস্ফীতির মধ্যেও পবিত্র রমজান মাসে সাধারণ জনগণ যাতে সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্য কিনতে পারে সেজন্য সমাজের বিত্তবান ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রত্যেক ক্রেতা প্রতিদিন নির্ধারিত পরিমাণ পণ্য কিনতে পারবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।