ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর টেরিবাজারের অভিজাত শপিং মল ‘মনে রেখ’কে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
এসময় সহকারী পরিচালক নাসরিন আক্তার, আনিসুর রহমান এবং রানা দেবনাথও অভিযানে অংশ নেন।
অভিযানের সময় পোশাক আমদানির স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে না পারা, ক্রয় রশিদ-বিক্রয় রশিদ না রাখা, বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা, নিজেদের মতো মূল্য বসিয়ে বিক্রির অপরাধে টেরিবাজারের মনে রেখো শপিং মলকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান সহকারী পরিচালক নাসরিন আক্তার।
তাছাড়া কেসিদে রোডের ডেকসি বাড়ি রেস্টুরেন্টে বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটিতে ৭ হাজার টাকা, বেক অ্যান্ড ফাস্ট কনফেকশনারিকে ৩০ হাজার টাকাসহ আরও একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।