ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামে নকল হারপিক ও ভিম লিকুইড উৎপাদন ও বাজারজাত করায় কারখানা মালিক আব্দুর রহমানকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রোববার দুপুরের দিকে নগরের বহদ্দারহাটের শামসু কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, বহদ্দারহাটের শামসু কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল হারপিক ও ভিম লিকুইড তৈরির সময় আব্দুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৪০০ বোতল নকল হারপিক, ২০০ বোতল নকল ভিম লিকুইড এবং প্রচুর পরিমাণে রাসায়নিক উপাদান জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আব্দুর রহমান ছয় মাস ধরে এসব নকল পণ্য তৈরি করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরকারহ করে আসছেন বলে স্বীকার করেন। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তৎক্ষণাত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।