ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ভোক্তা অধিদপ্তরেরর নিয়মিত অভিযানে খুলনা জেলা কার্যালয় কর্তৃক গত ১০ই এপ্রিল (সোমবার) মহানগরীর সোনাডাঙ্গার গোবরচাকা এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি এবং উৎপাদিত বিস্কুটের মোড়কে অগ্রীম তারিখ ব্যবহার করাসহ ভোক্তা-স্বার্থবিরোধী অপরাধে পপুলার বেকারী নামে এক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় কারখানার মালিককে আগামী ২০ দিনের মধ্যে কারখানার পরিবেশ মানসম্মত করা এবং উৎপাদিত অগ্রীম তারিখ সম্বলিত সকল বিস্কুটের তারিখ অবিলম্বে পরিবর্তন করে উৎপাদনের সঠিক তারিখের স্টিকার দেয়ার নির্দেশনা দেয়া হয়।
ভোক্তা অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন
হাবিব-এর নেতৃত্বে পরিচালিত অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা প্রদান করে ক্যাব, খুলনা জেলার সদস্যবৃন্দ। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।