মীর ফরহাদ হোসেন সুমন: লক্ষ্মীপুরে বীজ ব্যাবসায়ে প্রতারণার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (০৪ জুলাই) সকালে শহরের মাছ বাজার গলিতে মাসুদ বীজ ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়।জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের যৌথ উদ্যগে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাদ্দাম হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এসময় অবৈধভাবে নিজ দোকানের নামে প্যাকেটজাত মোড়কে বীজ বিক্রির দায়ে মাসুদ বীজ ভান্ডারের মালিক মো.মাসুদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর থানা পুলিশের সহযোগীতায় অভিযানে আরও উপস্থিত ছিলেন, ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুর রহমান, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মো. মনির হোসেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাদ্দাম হোসেন জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরে মাসুদ বীজ ভান্ডার থেকে উচ্চমূল্যে নিন্ম মানের বীজ কিনে সবজি বপন করে সর্বস্বান্ত হয়েছেন চাষীরা। এর প্রতিবাদে গত শনিবার(২ জুলাই) বীজ ব্যাবসায়ীর বিরুদ্ধে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষুব্দ চাষীরা মানববন্ধ করেছেন।