ভোক্তাকণ্ঠ ডেস্ক: ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে রঙ মিশিয়ে মসলা তৈরির অপরাধে তিন জনকে আটক করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে শহরের তাকিয়া রোড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সমেলা বেগম (৩০), নুরজাহান বেগম (৩৫) ও রোকেয়া বেগম (৪৫)।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মো. সাদেকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স কাদের ও মেসার্স রিফাত কারখানায় অভিযানে যায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন জনকে আটক করে র্যাব।
তিনি আরও জানান, তাদের জিজ্ঞাসাবাদ শেষে ৩৩ প্লাস্টিকের বস্তায় রাসায়নিক রঙ মিশ্রিত হলুদ-মরিচের গুঁড়া উদ্ধার করা হয়। পরে এগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।