ভোক্তাকণ্ঠ ডেস্ক: পরিবেশ দূষণের দায়ে রাজধানীতে ১০ যানবাহন ও ছয় প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বসিলা, উত্তরা, হাজারীবাগ ও বাসাবো এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
সরকারের পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের ঢাকা মহানগর, জেলা ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
অভিযানে নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে উত্তরা এলাকায় তিন প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টাকা, বাসাবো এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, হাজারীবাগ এলাকায় এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বসিলা এলাকায় ১০টি যানবাহনে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশপাশে বায়ু দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।