গুলশানে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর গুলশানে অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে বুধবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮, অনুসারে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য ‘কালার ফার্স্টনেস রেটিং অব টেক্সটাইল (পর্দার কাপড়)’ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে গুলশান টাওয়ারের ফেব্রিক্স গ্যালারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে সময় ০৩’×০৩’ পর্দার কাপড়ের দুই টুকরো আলামত হিসেবে জব্দ করা হয়।

এছাড়া, একই এলাকায় অবস্থিত বিএসটিআই আইন, ২০১৮, অনুসারে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য ‘কালার ফার্স্টনেস রেটিং অব টেক্সটাইল (পর্দার কাপড়)” উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ‘নিউ ক্লাসিক ফেব্রিক্স’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সে সময় ০৪’×০৬’ পর্দার কাপড়ের দুই টুকরো আলামত হিসেবে জব্দ করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম ও পরিদর্শক (ডিএমআই) আব্দুল্লাহ আল নাহিদ।

সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) মো. খালেদ হোসেন।

-এসআর