ভোক্তাকণ্ঠ রিপোর্ট: দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)’র সার্ভিল্যান্স অভিযানে ১৮টি ইট ভাটার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধ ভাবে ক্লে-ব্রিকস (ইট) এর উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় অবৈধ ইট ভাটাগুলোর স্বত্ত্বাধিকারীদের বিরুদ্ধে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের সংশ্লিষ্ট কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ বাদি হয়ে দিনাজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএসটিআই বিভাগীয় অফিস রংপুরের উপপরিচালক ও অফিসপ্রধান মফিজ উদ্দিন আহমাদ।
এর আগে গত ৩০ মে দিনাজপুরের খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের লক্ষ্যে বিএসটিআই’র উদ্যোগে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে অবৈধ ১৮টি ইট ভাটা পরিদর্শনপূর্বক জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো, এসপি ব্রিকস, এআর ব্রিকস, বাদশা ম্যানুফ্যাকচারিং, বারী ব্রিকস, এইচ এম ব্রিকস, জেএস ব্রিকস, খুশি সুপার ব্রিকস, ডিআর ব্রিকস, মা ব্রিকস, মোকারম সুপার ব্রিকস, এমএসবি ব্রিকস, রয়েল ব্রিকস-২, আরভি ব্রিকস, এসএ ব্রিকস, শাফি ব্রিকস, সমতা ব্রিকস, হক ট্রেডার্স ব্রিকস ও এলএইচ ব্রিকস।
জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।