ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বাগেরহাটে একটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মালামাল ধ্বংস করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৬।
সোমবার দুপুরে সদর উপজেলার বৈটপুর চিতলী বাজারে যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ও র্যাব-৬ এর পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।
সে সময় একটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় দুই লক্ষ টাকা জরিমানা এবং নকল শিশু খাদ্য, স্যালাইন ও অন্যান্য পণ্য ঘটনাস্থলে ধংস করা হয়।
তারা জানান, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।