ভোক্তাকণ্ঠ ডেস্ক: নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে দুই প্রতিষ্ঠানকে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার দয়ারামপুর বাজারে অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর।
অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করায় ওই বাজারের সবুজ কনফেকশনারীকে পাঁচ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় একই বাজারের সিয়াম কনফেকশনারিকে চার হাজার টাকা জরিমানা করে তা প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে আদায় করা হয়।