ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর মিরপুরে ব্রাদার্স কসমেটিক্স এন্ড বেবী কেয়ারকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে মঙ্গলবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।
অভিযানে বিএসটিআই নিষিদ্ধ ঘোষিত স্কীন ক্রিম বিক্রি এবং বাজারজাত করার বিষয়ে মিথ্যা তথ্য প্রদানের অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী মিরপুর-১০ গোলচত্ত্বরের ব্রাদার্স কসমেটিক্স এন্ড বেবী কেয়ারকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, ওই মার্কেটে প্রাপ্ত সকল অবৈধ নিষিদ্ধ ঘোষিত স্কীন ক্রিমসমূহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) আজমির খান মজলিশ ও পরিদর্শক (মেট্রোলজি) মো. শাহরিয়ার হোসেন।
-এসআর