বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সাথে মিল রেখে বাংলাদেশ তার স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছে।
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হোমপেজে বিশেষ ডুডল দিয়েছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগলের নামের মাঝে শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।
এতে কার্সর ধরলে বা ট্যাপ করলে উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২১’। আর তাতে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাবে গুগল।
বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ডুডল তৈরি করেছে।
শুক্রবারের প্রথম থেকেই গুগলের হোমপেজে সার্চ বক্সের ওপরে দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা সম্বলিত ডুডলটি।
গুগলের মতে, “দেশের পতাকার সবুজ উদ্যানমণ্ডিত উদ্ভিদের প্রতিনিধিত্ব করে যা বাংলাদেশী প্রাকৃতিক দৃশ্যের বেশিরভাগ অংশকে বুঝিয়েছে, যেমন সবুজ পটভূমিতে রেড ডিস্কটি উদীয়মান সূর্যের প্রতীক যা বাংলার এশীয় অঞ্চলকে জীবন দান করে,” গুগল জানিয়েছে।
৪৩ তম স্বাধীনতা দিবস স্মরণ করে গুগল ২০১৩ সালে বাংলাদেশের স্বাধীনতা দিবসের সম্মানে প্রথম একটি ডুডল তৈরি করেছিল।
গুগল ডুডল হ’ল ১৯৯৮ এর পর থেকে গুগলের হোমপেজে লোগোটির একটি বিশেষ, অস্থায়ী পরিবর্তন, যা ছুটি, ইভেন্ট, কৃতিত্ব এবং লোকদের উদযাপনের উদ্দেশ্যে।