ভোক্তাকণ্ঠ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় রোগাক্রান্ত গরু জবাই করার উদ্দেশ্যে পরিবহন করার অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ভোর ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান পুলিশের সহযোগিতায় আলতাফ হোসেনকে তিনটি রোগাক্রান্ত গরুসহ আটক করেন।
আটককৃত আলতাফ হোসেন (৪০) বেড়া উপজেলার হাতিগাড়া এলাকার বাসিন্দা।
উলজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক মিয়া বলেন, জব্দকৃত গরুগুলো এলএসডি (লাম্পি স্কীন ডিজিজ) নামক জটিল সংক্রামক রোগে আক্রান্ত। এ রোগে আক্রান্ত গরুর মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।