ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে তিন খাবার হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বেলা সাড়ে ১২টাযর দিকে পুলিশের সহায়তায় হিলি বাজারের বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ জরিমানা করেন।
এ সময় রুবেল হোটেলকে চার হাজার টাকা, বাবা হোটেলকে তিন হাজার টাকা ও নির্মল হোটেলকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে হিলি বাজারের হোটেলগুলোতে অভিযান চালানো হয়। তিনটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার বিষয়টি দেখতে পেয়ে জরিমানা করি।
তিনি আরও বলেন, একইসঙ্গে হোটেলগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি ও পরিবেশনের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এক মাস পর আবারও এই হোটেলগুলো পরিদর্শন করা হবে। যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়ন না হলে আবারও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।