বনানীতে বিএসটিআই’র অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর বনানীতে অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে গত বৃহস্পতিবার (০৩ অগাস্ট) ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী নুসরাত আজমেরী হক।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে বনানীর কামাল আতার্তুক এভিনিউয়ের যাত্রা বাংলাদেশ লিমিটেডকে ৩০ হাজার টাকা ও বিবা নামক একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) মো. শহীদুল ইসলাম ও পরিদর্শক (মেট) সুবহানা নওশিন।

সহযোগীতা করেন ফিল্ড অফিসার (সিএম) মো. খালেদ হোসেন।

-এসআর