ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে অনিয়মের অভিযোগে ছয়টি ইট ভাটাকে মোট দুই লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে রোববার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক।
অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ক্লে-ব্রিকস পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ধামরাই থানাধীন কালামপুরস্থ লাকি ব্রিকস, ঈগল ব্রিকস, সান ব্রিকস ও ইউএসএ ব্রিকসকে ৫০ হাজার টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা এবং কাজলী ব্রিকস-২ ও বাংলা ব্রিকসকে ৬০ হাজার টাকা করে মোট এক লক্ষ ২০ হাজার টাকা জরিমানাসহ প্রত্যেককে বিএসটিআই’র সিএম সনদ গ্রহনের নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. রিয়াজ হোসেন মোল্লা ও পরিদর্শক (মেট) মো. শাহজাহান।
-এসআর