ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরের হিলিতে পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে পৌর শহরের বাজারের পেঁয়াজের দোকানে পুরাতন মূল্য তালিকা ও বেশি মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, হিলি বাজারে অভিযান চালিয়ে একটি পেঁয়াজের দোকানে পুরাতন মূল্য তালিকা রাখার অভিযোগে আট হাজার টাকা ও বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে অপর একটি পেঁয়াজের আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনগণের স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।