ভোক্তাকণ্ঠ রিপোর্ট: মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধ ভাবে হাড় ভাঙ্গার অপচিকিৎসা করা ও অবৈধ ভাবে চিকিৎসা করায় দুটি হাড় ভাঙার চিকিৎসালয়কে সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলার দানিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল আলম তানভীর।
প্রতিষ্ঠান দুটি হলো- বিখ্যাত হাড় ভাঙ্গা চিকিৎসালয় ও বিক্রমপুরের বিখ্যাত হাড় ভাঙ্গা চিকিৎসালয়।
ইউএনও শরিফুল আলম তানভীর বলেন, অবৈধ ভাবে হাড় ভাঙ্গা চিকিৎসা দেওয়ার অপরাধে একটি প্রতিষ্ঠানের মালামাল অপসারণ করা হয়েছে। এ সময় অন্য দুটি প্রতিষ্ঠানকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পক্ষ থেকে সিলগালা করা হয়েছে। রাস্তার পাশে দোকান খুলে চিকিৎসালয় করার পাশাপাশি তারা দোকানের পেছনে বাড়িতে বৃহদাকারে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিল। আমরা সেটিও বন্ধ করেছি। এই কাজে জড়িত পরিবারের সদস্যদের থানায় সোর্পদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, আমরা জেনেছি গ্রামের ভেতরে আরও দুটি চিকিৎসালয় রয়েছে যেগুলো সরকারের অনুমোদনবিহীন এবং অবৈধ ভাবে তারা ও চিকিৎসা করছে এগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরাসহ পুলিশ ও আনসারের একাধিক কর্মকর্তা।