ভোক্তাকণ্ঠ রিপোর্ট: অনলাইন ডেলিভারি সপ ফুড পান্ডার অঙ্গ প্রতিষ্ঠান পান্ডা মার্টের খেজুরে তেলাপোকা ঘুরতে দেখা গেছে। এসব খেজুর ভোক্তাদের হোম ডেলিভারি করার জন্য পান্ডা মার্টের স্টোর হাউজে সংরক্ষণ করে রাখা হয়েছিল।
মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাতেনাতে এমন অপরাধ শনাক্ত করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
গ্রাহক পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে গুলশান-২ নম্বারে পান্ডা মার্টের স্টোর হাউজ ডেলিভারি আউটলেটে অভিযান চালায় সরকারি এই প্রতিষ্ঠান।
অভিযানে দেখা যায়, স্টোর হাউজে ডেলিভারির জন্য রাখা বেশ কিছু চকলেট, মাছ, চিকেন ও ডিমের মেয়াদ ছিল না। এছাড়া কিছু বিদেশি পণ্য পাওয়া গেছে, যেসব পণ্যে আমদানিকারকের সুনির্দিষ্ট তথ্য পায়নি অভিযান পরিচালনাকারী দল।
এসব অনিয়মের কারণে গুলশান-২ এর পান্ডা মার্টের স্টোর হাউজ ডেলিভারি আউটলেটে অভিযান পরিচালনা করে চার লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা।
তিনি বলেন, পান্ডা মার্টে এসে আমরা কিছু অনিয়ম পেয়েছি। কিছু মেয়াদ না থাকা পণ্য পেয়েছি। এগুলোর মধ্যে ডিম, মাছ, চিকেন ও চকলেট ছিল। কিছু বিদেশি পণ্য পেয়েছি, যেসব পণ্যে আমদানিকারকের নির্দিষ্ট তথ্য আমরা পাইনি। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছি, সব মিলিয়ে নিরাপদ খাদ্য আইন-২০০৩ অনুযায়ী তাদের চার লাখ টাকা জরিমানা করেছি।
তিনি আরও বলেন, অভিযান পরিচালনা করার সময় আমরা এখানকার স্টোরে রাখা খেজুরে তেলাপোকা পেয়েছি। এছাড়া খাদ্যপণ্যে কয়েকটি ইঁদুর ঘোরার নমুনা পেয়েছি। এসব কারণে তাদের সতর্ক করেছি। পাশাপাশি অভিযান পরিচালনা করে যেসবের মেয়াদ ছিল না, অস্বাস্থ্যকর পরিবেশ ছিল সেসব পণ্য জব্দ করেছি। আমাদের মনিটরিং টিম ফের এখানে অভিযানে আসবে, তখনও যদি দেখা তারা সচেতন হয়নি, তাহলে আমরা তাদের আরও কঠোর শাস্তির আওতায় আনব।
এসআর