ভোক্তাকণ্ঠ ডেস্ক: নওগাঁর সাপাহারে ভুয়া চিকিৎসকের পরিচয় ব্যবহার করায় সাথী সেবা ক্লিনিকের পরিচালককে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন অভিযান পরিচালনা করেন।
জরিমানাপ্রাপ্ত মো. ইউনুস আলী (৩৬) উপজেলা সদরের গোডাউন পাড়া সাথী সেবা ক্লিনিকের পরিচালক।
এ সময় ক্লিনিক পরিচালক মো. ইউনুস আলী চিকিৎসক না হয়েও ক্লিনিকের ব্যবস্থাপত্রে চিকিৎসক পরিচয় ব্যবহার করা এবং ক্লিনিকের বিভিন্ন অনিয়ম পাওয়ায় তাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. আলমগীর হোসেন ও থানা পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সহযোগিতা করেন।