ভোক্তাকণ্ঠ ডেস্ক: মজুত বাড়লেও ভরা মৌসুমেও ইস্পাতের চাহিদা প্রত্যাশার চেয়ে কম রয়েছে। এছাড়া শীতকালে উৎপাদনে বিধিনিষেধ আরোপ করতে পারে বিশ্বের শীর্ষ ভোক্তা চীন। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটি তৈরির মূল উপকরণ আকরিক লোহার আরও দরপতন ঘটেছে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী শেয়ারবাজার ভিত্তিক গণমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, সোমবার চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী জানুয়ারির আকরিক লোহার দর কমেছে ২ দশমিক ০৩ শতাংশ। প্রতি টনের দাম নিষ্পত্তি হয়েছে ৮৪৪ দশমিক ৫০ ইউয়ান বা ১১৫ ডলার ৬০ সেন্টে।
একই কার্যদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী অক্টোবরের আকরিক লোহার চুক্তি মূল্য নিম্নমুখী হয়েছে ৩ দশমিক ২৪ শতাংশ। টনপ্রতি দর স্থির হয়েছে ১১৭ ডলার ২৫ সেন্টে। আগের কর্মদিবসে কঠিন ধাতুটির দাম ২ শতাংশেরও বেশি কমেছিল।
আন্তর্জাতিক ব্রোকারেজ ফার্ম এফআইএসের সাংহাইভিত্তিক বিশ্লেষক পেই হায়ো বলেন, আকরিক লোহার ব্যাপক দরপতনের নেপথ্যে একাধিক কারণ রয়েছে। চলমান সেপ্টেম্বর-অক্টোবর সময়ে প্রত্যাশার চেয়ে ইস্পাত বিক্রি কমেছে বেশি। চাহিদাও দুর্বল হয়েছে। দিন দিন এটা স্পষ্ট হয়ে উঠছে।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকের (এএনজেড) বিশ্লেষকরা বলেন, কঠোর মুদ্রানীতি গ্রহণ অব্যাহত রেখে যেতে পারে বিশ্বের বৃহৎ কেন্দ্রীয় ব্যাংকগুলো। ফলে প্রধান বৈশ্বিক মুদ্রা ডলারের মান ঊর্ধ্বমুখী থাকবে। লৌহ আকরিকের বাজারে যা নেতিবাচক প্রভাব ফেলেছে।