বেশি দামে স্যালাইন বিক্রি করায় ২ ফার্মেসিকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: জয়পুরহাটে বেশি দামে স্যালাইন বিক্রির দায়ে দুই ফার্মেসিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে শহরের বেশকিছু ফার্মেসি কৃত্রিম সংকট তৈরি করে ৮৭ টাকার স্যালাইন ১৫০ টাকা থেকে ২৫০ টাকায় বিক্রি করে আসছে। পরে জয়পুরহাট শহরের নুর ও খাজা ফার্মেসিতে স্যালাইন কেনার জন্য সোর্স পাঠানো হয়। তারা প্রথমে আমাদের সোর্সকে স্যালাইন না থাকার কথা বলেন। পরে বেশি টাকা দিলে স্যালাইন দেয়। এ সময় খাজা ফার্মেসিকে ১০ হাজার এবং নুর ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোকসেদুল আমিনসহ আরও অনেকে।